গীতিকার: লালন ফকির
শিরোনাম: সমঝে করো ফকীরি মনরে
সমঝে করো ফকীরি মনরে ।
এবার গেলে আর হবেনা পড়বি ঘোরতরে ॥
অগ্নি যৈছে ভস্মে ঢাকা সুধা তেমনই গরলে মাখা ।
মৈথুনদণ্ডে যাবে দেখা বিভিন্ন করে ॥
বিষামৃতে আছে মিলন জানতে হয় তার কীরুপ সাধন ।
দেখো যেন গরল ভক্ষণ করোনা হারে ॥
কয়বার করলে আসা যাওয়া নিরুপণ কি রাখলে তাহা ।
লালন কয় কে দেয় খেওয়া ভব মাঝারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৬১