গীতিকার: লালন ফকির
শিরোনাম: সময় গেলে সাধন হবেনা
সময় গেলে সাধন হবেনা ।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না ॥
জানে না মন খালে বিলে থাকেনা মীন জল শুকালে ।
কী হবে আর বাঁধাল দিলে শুকনা মোহনা ॥
অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে ।
গাছ যদিও হয় বীজের জোর তাতে ফল ধরে না ॥
অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে উদয় ।
লালন বলে তার সময় দণ্ড রয়না ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৬২