গীতিকার: লালন ফকির
শিরোনাম: সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী মলো
সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী মলো ।
হায়রে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিলো ॥
নবঘন বিনে বারি খায়না চাতক অন্য বারি ।
চাতকের প্রতিজ্ঞা ভার যায় যদি প্রাণ সেও তো ভালো ॥
চাতক থাকে মেঘের আশে মেঘ বরিষণ অন্য দেশে ।
বলো চাতক বাঁচে কীসে ওষ্ঠাগত প্রাণাকূল ॥
লালন ফকীর বলেরে মন হলোনা মোর ভজন সাধন ।
ভুলে সিরাজ সাঁইয়ের চরণ মানবজনম বৃথা গেলো ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৬৩