গীতিকার: লালন ফকির
শিরোনাম: সোনার মান গেলোরে ভাই ব্যাঙ্গা এক পিতলের কাছে
সোনার মান গেলোরে ভাই ব্যাঙ্গা এক পিতলের কাছে ।
শাল পটকের কপালের ফের কুষ্টার বোনায় দেশ জুড়েছে ॥
বাজিলো কলির আরতি প্যাচ পলো সব মানীর প্রতি ।
ময়ূরের নৃত্য দেখে প্যাচায় পেখম ধরতে বসে ॥
শালগ্রামকে করে নোড়া ভূতের ঘরে ঘন্টা নাড়া ।
কলির তো এমনই দাড়া স্থূলকাজে সব ভুল পড়েছে ॥
সবাই কিনে পিতলদানা জহরের উল হলোনা ।
লালন কয় গেলো জানা চটকে জগত মেতেছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৯৫