গীতিকার: লালন ফকির
শিরোনাম: সোনার মানুষ ঝলক দেয় দ্বিদলে
সোনার মানুষ ঝলক দেয় দ্বিদলে ।
যেমন মেঘেতে বিজলী খেলে ॥
দল নিরুপণ হয় যদি জানা যায় সে রুপনিধি ।
মানুষের করণ হবে সিদ্ধি সেই রুপ দেখিলে ॥
গুরুকৃপার তুল্য যারা নয়ন তাদের দীপ্তকারা ।
রুপাশ্রিত হয়ে তারা ভবপারে যায় চলে ॥
স্বরুপ রুপে রুপের কিরণ স্বর্গ মর্ত্য পাতাল ভুবন ।
সিরাজ সাঁই কয় অবোধ লালন চেয়ে দেখ নয়ন খুলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৯৬