গীতিকার: লালন ফকির
শিরোনাম: সোনার মানুষ ঝলক দেয় দ্বিদলে
সোনার মানুষ ঝলক দেয় দ্বিদলে ।
যেমন মেঘেতে বিজলী খেলে ॥
দল নিরুপণ হয় যদি জানা যায় সে রুপনিধি ।
মানুষের করণ হবে সিদ্ধি সেই রুপ দেখিলে ॥
গুরুকৃপার তুল্য যারা নয়ন তাদের দীপ্তকারা ।
রুপাশ্রিত হয়ে তারা ভবপারে যায় চলে ॥
স্বরুপ রুপে রুপের কিরণ স্বর্গ মর্ত্য পাতাল ভুবন ।
সিরাজ সাঁই কয় অবোধ লালন চেয়ে দেখ নয়ন খুলে ॥

তথ্য