গীতিকার: লালন ফকির
শিরোনাম: সোনার মানুষ ভাসছে রসে
সোনার মানুষ ভাসছে রসে ।
যে জেনেছে রসপন্তি সেই দেখতে পায় অনাসে ॥
তিনশো ষাট রসের নদী বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেদী ।
তার মাঝে রুপ নিরবধি ঝলক দিচ্ছে এই মানুষে ॥
মাতাপিতার নাই ঠিকানা অচিন দেশে বসতখানা ।
আজগুবি তার আওনা যাওনা কারণবারির যোগ বিশেষে ॥
অমাবস্যায় চন্দ্রোদয় দেখিতে যার বাসনা হৃদয় ।
লালন বলে থেকো সদাই ত্রিবেণীর ঘাটে বসে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৯৭