গীতিকার: লালন ফকির
শিরোনাম: সপ্ততলা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়
সপ্ততলা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায় ।
হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায় ॥
হাওয়াতে হাওয়া মিশায়ে যাওরে মন উজান বেয়ে ।
জলের বাড়ি লাগবে নারে যদি গুরুর দয়া হয় ॥
গুরুপদে যার মন ডুবেছে রে সে কী ঘরে রইতে পারে ।
রত্ন থাকে যত্নের গরে কোন সন্ধান ধরবি তায় ॥
মৃণালের পর আছে স্থিতি রুপের ছটা ধরবি যদি ।
লালন কয় তার গতাগতি সেইখানে চাঁদ উদয় হয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৫৬