গীতিকার: লালন ফকির
শিরোনাম: ষড় রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
ষড় রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা ।
শক্ত শক্তি বুঝে শৈব শিবে মজে বৈষ্ণবের বিষ্ণুরুপ নেহারা ॥
বলে সপ্তপন্তি মতো সপ্তরুপ ব্যাখ্যাত
রসিকের মন নয় তাতে রত ।
রসিকের মন রসেতে মগন রুপরস জেনে খেলছে তা ॥
হলে পঞ্চতত্ব জ্ঞানী পঞ্চরুপ বাখানি
রসিক বলে সেও তো নিলেন নিত্যগুণই ।
বেদবিধিতে যার লীলের নাই প্রচার নিগম শহরে সাঁইজি মেরা ॥
যেজন ব্রহ্মজ্ঞানী হয় সেও তো কথায় কয়
না দেখে নামব্রহ্ম সার করে হৃদয় ।
রসিক স্বরুপ রুপ দর্পণে রুপ দেখে নয়নে লালন বলে রসিক দীপ্তকারা ॥

তথ্য