গীতিকার: লালন ফকির
শিরোনাম: সরোবরে আসন করে রয়েছে আনন্দময়
সরোবরে আসন করে রয়েছে আনন্দময় ।
জীবনশূণ্য সবাই মান্য স্বয়ং ব্রহ্মা তার মাথায় ॥
চক্ষু আছে নাহি দেখে তিন মরা একত্রে থাকে ।
পরের মুখে মুখ লাগায়ে মর্মকথা কয় ॥
একে মরা নাই তার জীবন তার মধ্যে জ্যান্ত আছে একজন ।
সাধক জনে সাধে যখন জাগে মানুষ ঐ সময় ॥
আশেকে করেছে লীলা ভবের পরে দেবের দেব পূজেছে তারে ।
পদ নাই সে চলে ফেরে রসিকের সভায় ॥
ঐ পীরিতে সবাই মেতে বিলাচ্ছে প্রেম হাতে হাতে ।
ফকীর লালন বলে ঐ পীরিতে মজেছি আপন ইচ্ছায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৬৫