গীতিকার: লালন ফকির
শিরোনাম: সরল হয়ে ভজ দেখি তারে
সরল হয়ে ভজ দেখি তারে ।
তোরে যে পাঠায়েছে এ ভব সংসারে ॥
ঠিক ভুলোনা রে মন রসনারে এলে করার করে ।
সেই রকম কর যোগাও এবার অমূল্য ধন দিয়ে রে ॥
দমে নয়ন দিয়ে রে মন সদাই থাকো হুশিয়ারে ।
তোমার দ্বিদলে জপো থাকবে না পাপ আসান পাবি হুজুরে ॥
দেল দিয়ে তার হও তলবদার মুর্শিদের বাক ধরে ।
কোথায় সে ধন মিলবে লালন শুদ্ধ ভক্তির জোরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা