গীতিকার: লালন ফকির
শিরোনাম: স্বরুপ দ্বারে রুপ দর্পণে সেই রুপ দেখেছে যেজন
স্বরুপ দ্বারে রুপ দর্পণে সেই রুপ দেখেছে যেজন ।
তার রাগের তালা আছে খোলা সেই তো প্রেমের মহাজন ॥
অনুরাগের রসিক হয়ে যেজন
জানতে পারে সে রোগের করণ ॥
তার আপ্তসুখের নাইরে আশা
অন্তরে করে শুদ্ধরসের নিরুপণ ॥
সামান্যে না পাবে দেখা স্বরুপে রুপ আছে ঢাকা
লালন বলে কোলের ঘোরে হারালাম রাঙাচরণ ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা