গীতিকার: লালন ফকির
শিরোনাম: স্বরুপ রুপে নয়ন দেরে
স্বরুপ রুপে নয়ন দেরে ।
দেখিবি সে রুপের অরুপ আ মরি কেমন স্বরুপ ঝলক মারে ॥
স্বরুপ বিনে রুপটি দেখা সে কেবল মিথ্যে ধোকা ।
সাধকের লেখাজোখা স্বরুপ সত্যসাধন দ্বারে ॥
মনমোহিনীর মনোহরা রুপ নর রুপেতে হের সেরুপ ।
যে দেখো সে থাকোরে চুপ বলতে নারে ভেদ যারে তারে ॥
স্বরুপে যার আছে নয়ন তারে কি ছুতে পারে শমন ।
সিরাজ সাঁই বলেরে লালন তুই রুপ ভুলিলে পড়বি ফ্যারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৬৮