গীতিকার: লালন ফকির
শিরোনাম: স্বরুপে রুপ আছে গিলটি করা
স্বরুপে রুপ আছে গিলটি করা ।
রুপ সাধন করলো স্বরুপ নিষ্ঠা যারা ॥
শতদল সহস্রদলে রুপ স্বরুপে ভাটা খেলে ।
ক্ষণেক রুপ রয় নিরালে নিরাকারা ॥
রুপ বললে যদি হয় রুপসাধন তবে কি আর ভয় ছিলো মন ।
সে মহারাগের করণ স্বরুপ দ্বারা ॥
আসবে বলে স্বরুপ মণি থাকগা বসে ঘাট ত্রিবেণী ।
লালন কয় সামাল ধনী সেই কিনারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৬৯