গীতিকার: লালন ফকির
শিরোনাম: সত্য বল সুপথে চল ওরে আমার মন
সত্য বল সুপথে চল ওরে আমার মন ।
সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দরশন ॥
খরিদদার দোকানদার মহাজন বাটখারাতে কম তাদের কসুর করবে যে যম ।
গদিয়াল মহাজন যেজন বসে কেনে প্রেমরতন ॥
পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবেনা ।
যতবার করিবে হরণ ততবার হবে জনম ॥
লালন ফকীর আসলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে ।
সই হলোনা একমন দিতে আসলে তার পলো কম ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৫৩