গীতিকার: লালন ফকির
শিরোনাম: শ্রীরুপের সাধন আমার কই হলো
শ্রীরুপের সাধন আমার কই হলো ।
শুধু কথায় কথায় এ জনম বিফলে গেলো ॥
রুপের দয়া হলোনা মোরে ভক্তি নাই আমার এ অন্তরে ।
দিন আখেরী কথার জোরে সকলই তোর ফুরালো ॥
শ্রীরুপের আশ্রিত যারা অনাসে প্রেম সাধলো তারা ।
হলোনা মোর অন্ত সারা কপালে এই ছিলো ॥
এলো বুঝি কঠিন শমন নিকাশ কি করবো তখন ।
তাই তো এবার অধীন লালন গুরুর দোহাই দিলো ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা