গীতিকার: লালন ফকির
শিরোনাম: সৃষ্টিতত্ব দ্বাপর লীলা আমি শুনতে পাই
সৃষ্টিতত্ব দ্বাপর লীলা আমি শুনতে পাই ।
চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি চাঁদেতে হয় চাঁদোময় ॥
জল থেকে হয় মাটির সৃষ্টি জ্বাল দিয়ে জল হয় গো মাটি ।
বুঝে দেখো এই কথাটি ঝিয়ের পেটে মা জন্মায় ॥
এক মেয়ের নাম কলাবতী নয় মাসে হয় গর্ভবতী ।
এগারো মাসে সন্তান তিনটি মেঝটা তার ফকীর হয় ॥
ডিমের ভিতর থাকলে ছানা ডাকলে পরে কথা কয়না ।
সেথায় সাঁইয়ের আনাগোনা দিবারাত্রি আহার যোগায় ॥
মাকে ছুলে পুত্রের মরণ জবিগণে তাই করে ধারণ ।
ভেবে কয় ফকীর লালন হাটে হাড়ি ভাঙ্গবার নয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা