গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়
শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায় ।
যার নাম আলক মানুষ আলকেতে রয় ॥
রসরতি অনুসারে নিগূঢ় ভেদ জানতে পারে ।
রতিতে মতি ঝরে মূলখণ্ড হয় ॥
নীরে নিরঞ্জন আমার আদি লীলা করে প্রচার ।
হলে আপন জন্মের বিচার সব জানা যায় ॥
আপনার জন্মলতা খোজগে তার মূলটি কোথা ।
লালন বলে পাবি সেথা সাঁইয়ের পরিচয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৪১