গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা
শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা ।
বল গো রসিক রসের মাফিক ঘুচাও আমার মনের ব্যাথা ॥
আগে উদয় কামের রতি রস আগমন তাহে গতি ।
সেই রসে করে স্থিতি খেলছে রসিক প্রেমদাতা ॥
মন জানেনা রসের করণ জানেনা সে প্রেমের ধরণ ।
জল সেচিয়ে হয়রে মরণ কথায় কেবল বাজি জেতা ॥
মনের বাধ্য যেজন আপনার আপনি ভোলে সে জন ।
ভেবে কয় ফকীর লালন ডাকলে সে তো কয়না কথা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৪৩