গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুদ্ধ প্রেমরাগে ডুবে সদাই থাকবে আমার মন
শুদ্ধ প্রেমরাগে ডুবে সদাই থাকবে আমার মন ।
স্রোতে গা ঢালান দিয়োনা রাগে বেয়ে যাও উজান ॥
নিভাইয়ে মদনজ্বালা অহিমুণ্ডে করগে খেলা ।
উভয় নিহার উর্ধ্বতলা প্রেমের এই লক্ষণ ॥
একটি সাপের দুটি ফণী দুইমুখে কামড়ালেন তিনি ।
প্রেমবাণে বিক্রম যিনি তার সনে দাও রণ ॥
মহারস মুদিত কমলে প্রমশৃঙ্গারে লওরে তুলে ।
আত্মসামাল সেই রণকালে কয় ফকীর লালন ॥

তথ্য