গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুদ্ধ আগম পায় যেজনা
শুদ্ধ আগম পায় যেজনা ।
নিগমেতে উঠছে আগম সেই পেয়েছে নবীর বেনা ॥
হুহুঙ্কার ছাড়লে বিন্দু তাহাতে জন্মালে ডিম্বু ।
দশ হাজার বছর ছিলো সেজদায় তার আওয়াজ শুনে হয় দুইখানা ॥
অঙ্গ ভেঙ্গে করলেন ছয়খান পাঁচ তনেতে বসালেন জান ।
কে বুঝিবে মালেক সাঁইয়ের কাম সজলায় রুপ গঠলেন তৎক্ষণা ॥
যাতে হয় আদমের দৌলত পাঁচ চিজ তখন করলেন খয়রাত ।
ফকীর লালন বলে সমঝে এবার তাইতে মা বলেছেন সাঁই রব্বানা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা