গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায়
শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায় ।
ও সে না মানে আচার না মানে বিচার শুদ্ধ প্রেমরসের রসিক দয়াময় ॥
জানোনা মন শুকনা কাষ্ঠে কবে তার মালঞ্চ ফোটে ।
প্রেম নাই যাহার চিত্তে তেমনই কাষ্ঠ সে পরসুখের জন্য নিজপুত্র বলি দেয় ॥
সে প্রেমের রসিক যারা ফণী যেমন মণিহারা ।
দেখলে তার মুখ হৃদয়ে বাড়ে সুখ সেই দয়াল চাঁদ তাহার থাকে সদয় ॥
যোগীন্দ্র মনীন্দ্রাদি যোগ সেধে না পায় নিধি ।
শুদ্ধ প্রেম দিয়ে তারে ভজে গোপীর দ্বারে
লালন বলে সে প্রেম ঘটবে কি আমায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা