গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুদ্ধ প্রেমের প্রেমিক যেজন হয়
শুদ্ধ প্রেমের প্রেমিক যেজন হয় ।
মুখে কথা কউক না কউক নয়ন দেখলে চেনা যায় ॥
রুপে নয়ন করে খাটি ভুলে যায় সে নাম মন্ত্রটি ।
চিত্রগুপ্ত তার পাপ পূণ্যটি লিখতে নারে খাতায় ॥
মণিহারা ফণী যেমন প্রমরসিকের দুটি নয়ন ।
কী দেখে কী করে সেজন অন্ত নাহি পায় ॥
সিরাজ সাঁই কয় বারে বারে শোনরে লালন বলি তোরে ।
মদনরসে বেড়াস ঘুরে সে ভাব তোর কই দাড়ায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৪৫