গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুদ্ধ প্রেমের প্রেমিক যেজন হয়
শুদ্ধ প্রেমের প্রেমিক যেজন হয় ।
মুখে কথা কউক না কউক নয়ন দেখলে চেনা যায় ॥
রুপে নয়ন করে খাটি ভুলে যায় সে নাম মন্ত্রটি ।
চিত্রগুপ্ত তার পাপ পূণ্যটি লিখতে নারে খাতায় ॥
মণিহারা ফণী যেমন প্রমরসিকের দুটি নয়ন ।
কী দেখে কী করে সেজন অন্ত নাহি পায় ॥
সিরাজ সাঁই কয় বারে বারে শোনরে লালন বলি তোরে ।
মদনরসে বেড়াস ঘুরে সে ভাব তোর কই দাড়ায় ॥

তথ্য