গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুধু রে ভাই জাতাজাতির দোষে
শুধু রে ভাই জাতাজাতির দোষে ।
ফিরিঙ্গিরা রাজা হলো এ দেশেতে এসে ॥
হিন্দু বৌদ্ধ জৈন মুসলমান পরস্পর হিংসায় দিলো প্রাণ ।
তাইতে পাদ্রি খ্রিস্টান যীশু খ্রিস্টের দ্বীন প্রকাশে ॥
কোটি কোটি ভারতবাসী এক হয়ে রইলো না মিশি ।
কয়জনা ফিরিঙ্গি আসি এ দেশেতে জুড়ে বসে ॥
হায়রে ধর্ম হায়রে জাতি বোঝেনা সে রীতিনীতি ।
লালন বলে জাতের প্রীতি ত্যাজো ত্যাজো একজাতে মিশে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা