গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুনে মানের কথা চম্পকলতা মাথা যায় ঘুরে
শুনে মানের কথা চম্পকলতা মাথা যায় ঘুরে ।
চোরের মত বুদ্ধিহত দাড়িয়ে আছি তার দ্বারে ॥
দুঃখের কথা বলবো কী ছাই কথায় কথায় মান করে রাই
নারীলোকের বুদ্ধি তো নাই মানের দায়ে শুধু কেঁদে ফিরে ॥
এতো মান ভাঙাতে সাধাসাধি সয় কি আসিয়া বিষমুখীরে বুঝাও তো সখি ।
লালন বলে এত মান কীসে তার দেখি থৈ মিলেনা রাধার মান সাগরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা