গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুনে অজান এক মানুষের কথা
শুনে অজান এক মানুষের কথা ।
প্রভু গৌরচাঁদ মুড়ালে মাথা ॥
হায় মানুষ কোথায় সেই মানুষ বলে প্রভু হলেন বেহুশ ॥
দেখে সব নদীয়ার মানুষ বলেনা তা ॥
কোন মানুষের দায় গৌর পাগল করলো নদীয়ার সকল ।
রাখলোনা কারো জাতের বোল প্রেমে একাকার করলে সেথা ॥
যার চিন্তা জগত চিন্তা তার চিন্তা কার চিন্তা ।
লালন বলে হলো চিন্তা কার আছে অচিন তা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২২৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা