গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুনে অজান এক মানুষের কথা
শুনে অজান এক মানুষের কথা ।
প্রভু গৌরচাঁদ মুড়ালে মাথা ॥
হায় মানুষ কোথায় সেই মানুষ বলে প্রভু হলেন বেহুশ ॥
দেখে সব নদীয়ার মানুষ বলেনা তা ॥
কোন মানুষের দায় গৌর পাগল করলো নদীয়ার সকল ।
রাখলোনা কারো জাতের বোল প্রেমে একাকার করলে সেথা ॥
যার চিন্তা জগত চিন্তা তার চিন্তা কার চিন্তা ।
লালন বলে হলো চিন্তা কার আছে অচিন তা ॥

তথ্য