গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুনি গজবে বারি দোজখ করেন তৈরী
শুনি গজবে বারি দোজখ করেন তৈরী ।
কোন নূরেতে বেহেশত দোজখ খবর কও তারই ॥
কথা বলতে জবর কওনা খবর কোন নূরে বেহেশত খানা
যেদিন ভেসেছিলেন আপে বারি পাঁচজনাকে সঙ্গে করি
কার আগে কার পয়দা করলেন রব্বানা ॥
কুদরত কুদরত বলে যারে সে ভেদ কে বুঝতে পারে
কেবল জানে দুই একজনা
লালন বলে কী হইলো আমার মনের ঘোর গেলোনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১১৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা