গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুনি গজবে বারি দোজখ করেন তৈরী
শুনি গজবে বারি দোজখ করেন তৈরী ।
কোন নূরেতে বেহেশত দোজখ খবর কও তারই ॥
কথা বলতে জবর কওনা খবর কোন নূরে বেহেশত খানা
যেদিন ভেসেছিলেন আপে বারি পাঁচজনাকে সঙ্গে করি
কার আগে কার পয়দা করলেন রব্বানা ॥
কুদরত কুদরত বলে যারে সে ভেদ কে বুঝতে পারে
কেবল জানে দুই একজনা
লালন বলে কী হইলো আমার মনের ঘোর গেলোনা ॥

তথ্য