গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুনি মরার আগে মলে শমনজ্বালা ঘুচে যায়
শুনি মরার আগে মলে শমনজ্বালা ঘুচে যায় ।
জানগা কেমন মরার কীরুপ জানাযা দেয় ॥
জ্যান্তে মারিয়ে সুজন দিয়ে খেলকা তাজ তহবন বেশ পরায় ।
রুহু চাপা হয় কীসে তার গোর হয় কোথায় ॥
মরার শৃঙ্গার ধরে উচিত জানাযা করে যে যথায় ।
সেই মরা আবার মরিলে জানাযা হয় কোথায় ॥
কথায় হয়না সেরুপ মরা তাদের করণ বেদছাড়া সর্বদাই ।
লালন বলে সমঝে পরো মরার হার গলায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা