গীতিকার: লালন ফকির
শিরোনাম: শুনি নবীর অঙ্গে জগত পয়দা হয়
শুনি নবীর অঙ্গে জগত পয়দা হয় ।
সেই যে আকার কী হলো তার কে করে তার নির্ণয় ॥
আবদুল্লার ঘরে বলো সেই যে নবীর জন্ম হলো ।
মূলদেহ তার কোথায় ছিলো একথা কারে বা শুধাই ॥
কী রুপেতে নবীজির জান বাবার বীজে যুক্ত হন ।
শুনেছি আবহায়াত নাম হাওয়া নাই সেথায় ॥
এক জানে দুই কায়া ধরে কেউ পাপ কেউ পূণ্যি করে ।
কী হবে তার রোজ হাশরে বিচারের সময় ॥
নবীর ভেদ যে পায় এক ক্রান্তি ঘুচে যায় তার সকল ভ্রান্তি ।
দৃষ্ট হয় তার আলকপন্তি লালন ফকীর কয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৪৬