গীতিকার: লালন ফকির
শিরোনাম: শূণ্য ভরে ছিলেন যখন গুপ্ত জ্যোতির্ময়
শূণ্য ভরে ছিলেন যখন গুপ্ত জ্যোতির্ময় ।
লা শরীকালা কালুবালা ছিলেন লুকায় ॥
রাগের ধোয়ায় কুওকারময় সুখনাল ঝরে নৈরাকার হয় ।
আপনার রসে আপনি ভাসে ডিম্বাকার দেখায় ॥
অন্ধকারে রতিদানে ছিলো সেনা পতির রুপ দর্পনে ।
হলো সেই না পতির সঙ্গে গতি নীরে পদ্মময় ॥
তার আগা গলে ডিম্ব ছোটে চৌদ্দ ভুবন তারই পেটে ।
সিরাজ সাঁই কয় অবোধ লালন এ ভেদ বুঝতে পারলে হয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৪৮