গীতিকার: লালন ফকির
শিরোনাম: শূণ্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই
শূণ্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই ।
আড় দীঘে কত হবে বলার কারো সাধ্য নাই ॥
সেই বৃক্ষের দুই পূর্ব ডাল এক ডালে প্রেম আরেক ডালে কাল ।
চার যুগেতে আছে একই হাল নাই টলাটল রতিময় ॥
বলবো কি সে বৃক্ষের কথা ফুলে মধু ফলে সুধা ।
এমন বৃক্ষ মানে যেবা তার বলিহারি যাই ॥
বিনা বীজ সেই যে বৃক্ষ ত্রিজগতের উপলক্ষ ।
শাস্ত্রেতে আছে ঐক্য লালন ভেবে বলে তাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৪৯