গীতিকার: লালন ফকির
শিরোনাম: তারে চিনবে কে রে এই মানুষে
তারে চিনবে কে রে এই মানুষে ।
ম্যারে সাঁই ফেরে কীরুপে সে ॥
মায়ের গুরু পুত্রের শিষ্য দেখে জীবের জ্ঞান নৈরাশ্য ।
কী তাহার মনের উদ্দেশ্য ভেবে বোঝা যায় কীসে ॥
গোলোকে অটল হরি ব্রজপুরে বংশীধারী ।
হলেন নদীয়াতে অবতারী ভক্তরুপে প্রকাশে ॥
আমি ভাবি নিরাকার সে ফেরে স্বরুপ আকার ।
সিরাজ সাঁই কয় লালন তোমার কই হলো রে সে দিশে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৭৭