গীতিকার: লালন ফকির
শিরোনাম: তারে কি আর ভুলতে পারি আমার এই মনে দিয়েছি মন যে চরণে
তারে কি আর ভুলতে পারি আমার এই মনে দিয়েছি মন যে চরণে ।
যেদিকে ফিরি সেদিকে হেরি ঐ রুপের মাধুরী দুই নয়নে ॥
তোরা বলিস চিরকালো কালো নয় সে চাঁদের আলো
সেই কালাচাঁদ নাই আর এমন চাঁদ
সে চাঁদের তুলনা তারই সনে ॥
দেবাদিদেব শিব ভোলা তার গুরু সেই চিকনকালা
তোরা বলিস চিরকাল তারে গো রাখাল
কেমন রাখাল জানগে বেদ পুরাণে ॥
সাধে কি মজেছে রাধে সেই কালার প্রেমফাদে
সে ভাব তোরা কী জানবি বললে কি মানবি
লালন বলে শ্যামের গুণ গোপীরাই জানে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৭৬