গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঠাহর নাই আমার মন কাণ্ডারী
ঠাহর নাই আমার মন কাণ্ডারী ।
ঐ বুঝি তীরধারায় ডুবলো তরী ॥
একটি নদীর তিন বইছে ধারা সেই নদীর নেই কূল কিনারা ।
বেগে তুফান ধায় দেখে লাগে ভয় তরী বাঁচাবার উপায় কী করি ॥
যেমন মাঝি দিশেহারা তেমনই দাড়ী মাল্লা তারা ।
কে কোনদিকে ধায় কেহ কারো বশ নয় পারে যাওয়া কঠিন ভারি ॥
কোথায় হে দয়াল হরি একবার এসে হও কাণ্ডারী ।
তোমার স্মরণ না লয়ে তরী ভাসায়ে লালন বলে এখন বিপাকে মরি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৬৯