গীতিকার: লালন ফকির
শিরোনাম: তিল পরিমাণ জায়গাতে কি কুদরতিময়
তিল পরিমাণ জায়গাতে কি কুদরতিময় ।
জগত জোড়া একজন নাড়া সেইখানেতে বারাম দেয় ॥
বলবো কী সে নাড়ার গুণবিচার চারযুগে রুপ নবকিশোর ।
অমাবস্যা নাই সেই দেশে দীপ্তাকারে সদাই রয় ॥
ভাবের ন্যাড়া ভাব দিয়ে বেড়ায় যে যা ভাবে তাই হয়ে দাড়ায় ।
রসিক যারা বসে তারা পেড়োর খবর পিড়েই পায় ॥
শতদল সহস্রদলের দল ঐ ন্যাড়া বসে ঘুরায় কল ।
লালন বলে তিনটি তারে অনন্তরুপ কল খাটায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৮০