গীতিকার: লালন ফকির
শিরোনাম: তিন বেড়ার এক বাগান আছে
তিন বেড়ার এক বাগান আছে ।
তাহার ভিতর আজব গাছ আছে ॥
সেই যে আজব গাছে চন্দ্র সূর্য ফুল ফুটেছে ।
কী শোভা তাহে দেখাচ্ছে বোটা নাই ফুল দুলে আছে ॥
সেই যে গাছের মূল কাটা পাহারা দেয় এই ছয় বেটা ।
সাড়ে চব্বিশ চন্দ্র আটা সে গুরু রুপে ঝলক দিচ্ছে ॥
আছে মরা মানুষ গাছে চড়া আল্লা নবী বুলি বলছে তারা ।
ফকীর লালন বলে মন রে বোকা ফুলের সুধা খেলে মরা বাঁচে ॥

তথ্য