গীতিকার: লালন ফকির
শিরোনাম: তিন দিনের তিন মর্ম জেনে
তিন দিনের তিন মর্ম জেনে ।
রসিক সেধে লয় একদিনে ॥
অকৈতব সে ভেদের কথা কইতে মর্মে লাগে ব্যাথা ।
না কইলে জীবের নাইকো নিস্তার কই সেইজন্যে ॥
তিনশো ষাট রসের মাঝার তিন রস গণ্য হয় রসিকার ।
সাধিলে সেই করণ এড়াবে শমন এই ভুবনে ॥
অমাবস্যা প্রতিপদ দ্বিতীয়ার প্রথম সে তো ।
অধীন লালন বলে তাই আগমন সেই যোগের সনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৭৮