গীতিকার: লালন ফকির
শিরোনাম: তিন পোড়াতে খাটি হলেনা
তিন পোড়াতে খাটি হলেনা ।
না জানি কপালে তোমার আর কি আছে বলোনা ॥
লোহা জব্দ কামারশালে যে পর্যন্ত থাকে জ্বালে ।
স্বভাব যায়না তা মারিলে তেমনই মন তুই একজনা ॥
অনুমানে জানা গেলো চৌরাশির ফ্যার পড়িলো ।
আর কবে কী করবে বলো রঙমহলে পলে হানা ॥
দেব দেবতার বাসনা যে মানব জনমের লেগে ।
লালন কয় মানুষ হয়ে মানুষের কর্ম কেন করলে না ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৭৯