গীতিকার: লালন ফকির
শিরোনাম: তোমা ছাড়া বলো কবে রাই
তোমা ছাড়া বলো কবে রাই ।
সেই কারণ্যলোভে ভেসেছিলাম একাই ॥
সঙ্গ লয়ে হে তোমারই তুমি হবে আমার আধারী ।
মনে তোমারই স্মরণ করি বটপত্ররুপে ভেসেছিলাম তাই ॥
তোমারই কারণে গোষ্ঠে গো চারণে নন্দের বাদা বয়ে মাথায় ।
সদাই বলি মনের সুখে জয় জয় রাধে বৃন্দাবনে সদা বাঁশি বাজাই ॥
পরেতে গোলোকে পরম পুলকে মহারাসলীলা করি দুই জনে ।
সে মহারসের ধনী বিনোদিনী লালন বলে সে হরি নন্দের কানাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা