গীতিকার: লালন ফকির
শিরোনাম: তোমার মত দয়াল বন্ধু আর পাবো না
তোমার মত দয়াল বন্ধু আর পাবো না ।
দেখা দিয়ে ওহে রসুল ছেড়ে যেয়োনা ॥
তুমি হও খোদার দোস্ত অপারের কাণ্ডারী সত্য ।
তোমা বিনা পাড়ের লক্ষ্য আর তো দেখিনা ॥
আসমানী এক আইন দিয়ে আমাদের সব আনলেন রাহে ।
এখন মোদের ফাঁকি দিয়ে ছেড়ে যেয়োনা ॥
আমার সব মদীনাবাসী ছিলাম যেমন বনবাসী ।
তোমা হতে জ্ঞান পেয়েছি আমি সান্ত্বনা ॥
তোমা বিনে এরুপ শাসন কে করবে আর দ্বীনের কারণ ।
লালন বলে আর তো এমন দ্বীনের বাতি জ্বলবে না ॥

তথ্য