গীতিকার: লালন ফকির
শিরোনাম: তোর ছেলে গোপাল সে যে সামান্য নয় মা
তোর ছেলে গোপাল সে যে সামান্য নয় মা ।
আমরা চিনেছি তারে বলি মা তোরে তুই ভাবিস যা ॥
কার্য দ্বারা জ্ঞান হয় যে সেই অটল চাঁদ নেমেছে ব্রজে ।
নইলে বিষম কালীদহে বিষের জ্বালায় বাঁচতো না ॥
যেজন বাঞ্ছিত সদাই তোর ঘরে মা সেই দয়াময় ।
নইলে কি গো বাঁশির সুরে ধার ফিরে গঙ্গা ॥
যেমন ছেলে গোপাল তোমার অমন ছেলে আর আছে কার ।
লালন বলে গোপালের সঙ্গে যে গোপাল হয় মা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৮৬