গীতিকার: লালন ফকির
শিরোনাম: তোরা দেখরে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে
তোরা দেখরে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে ।
ভবনদীর তুফানে তার নৌকা কি ডোবে ॥
ভুলোনা মন কারো ধোকায় চড়ো সে তরিকার নৌকায় ।
বিষম ঘোর তুফানের দায় বাঁচবি তবে ॥
তরিকার নৌকাখানি এশক নাম তার বলে শুনি ।
বিনে হাওয়ায় চলছে অমনি রাত্রিদিনে ॥
সেই নৌকাতে যদি না চড়ি কেমনে দেবো ভবপাড়ি ।
লালন বলে এহি ঘড়ি দেখনা রে ভেবে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা