গীতিকার: লালন ফকির
শিরোনাম: তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।
তিন পাগলে হলো মেলে নদেয় এসে ॥
একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে ।
আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে ॥
একটা নারকেলের মালা তাতে জল তোলাফেলা করঙ্গ সে ।
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ॥
পাগলের নামটি এমন বলিতে ফকীর লালন হয় তরাসে ।
ও সে চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরে সে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৮৭