গীতিকার: লালন ফকির
শিরোনাম: তরিকতে দাখেল না হলে
তরিকতে দাখেল না হলে ।
শরীয়ত হবেনা সিদ্ধ পড়বি গোলমালে ॥
শরার নামাজের বীজ আরকাম আহকাম তেরো চিজ ।
তরিকতের আহকাম আরকান কয় চীজে বলে ॥
সালেকী মজ্জুবী হয় হকিকতে হয় পরিচয় ।
মারেফত সেই সিদ্ধির মোকাম দেখ নারে খুলে ॥
আত্মতত্ব জানে যে সব খবরে জবর সে ।
লালন ফকীর ফাঁকে পলো নিগূঢ় পথ ভুলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৭৩