গীতিকার: লালন ফকির
শিরোনাম: তৌহিদ সাগরে কঠিন পাড়ি
তৌহিদ সাগরে কঠিন পাড়ি ।
অতল তলে মানিক পাবি হইলে ডুবরী ॥
তৌহিদে ডুবিলেরে মন খুলে যাবে গুপ্ত নয়ন ।
নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন কলব হবে জারি ॥
চলে নদী ত্রিধারাতে নবুয়ত আর বেলায়েতে ।
আর এক ধারা গোপনেতে সেই নদীর গভীরই ॥
সাধকের সাধনার জোরে সেই সাগর নেয় মন্থন করে ।
সাধলে পরে যাবি তরে না সাধলে অনাড়ি ॥
সেই সাগরে মিষ্টি পানি যে খেয়েছে যতখানি ।
লালন বলে যে যেমন জ্ঞানী তেমন তার ফকীরি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা