গীতিকার: লালন ফকির
শিরোনাম: ত্রিধারা বয়রে নদীর তীরধারা বয়
ত্রিধারা বয়রে নদীর তীরধারা বয় ।
কোন ধারাতে কী ধন প্রাপ্তি হয় ॥
তীরধারায় যোগানন্দ কার সঙ্গে কার কী সম্বন্ধ
শুনলে ঘোচে মনের সন্দেহ প্রেমানন্দ বাড়ে হৃদয়
শক্তিতত্ব পরমতত্ব সত্য সত্য যাহার হয় ॥
তারুণ্যে কারুণ্যে এসে লাবণ্যেতে কখন মেশে
যার আছে এসব দিশে সচেতন তারে বলা যায়
আমার হলো মতি মন্দ সে পথে ডোবেনা মনুরায় ॥
কখন হয় শুকনো নদী কখন হয় বরষা অতি
কোনখানে তার কলের স্থিতি সাধকেরা করে নির্ণয়
অবোধ লালন না বুঝে ডুবে কিনারায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৮১