গীতিকার: লালন ফকির
শিরোনাম: তুমি কার আজ কেবা তোমার এই সংসারে
তুমি কার আজ কেবা তোমার এই সংসারে ।
মিছে মায়ায় মজিয়ে মন কী করো রে ॥
এত পিরীত দন্ত জিহ্বায় কায়দা পেলে সেও সাজা দেয় ।
স্বল্পেতে সব জানিতে হয় ভবনগরে ॥
সময়ে সকলই সখা অসময়ে কেউ দেয়না দেখা ।
যার পাপে সে ভোগে একা চার যুগের ॥
আপনি যখন নও আপনার কারে বলো আমার আমার ।
সিরাজ সাঁই কয় লালন তোমার জ্ঞান নাহিরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা