গীতিকার: লালন ফকির
শিরোনাম: তুমি তো গুরু স্বরুপের অধীন
তুমি তো গুরু স্বরুপের অধীন ।
আমি ছিলাম সুখে উর্দ্ধ দেশে অধে এনে আমায় করলে হীন ॥
তুমি মাতা তুমি পিতা তুমি হও জ্ঞানদাতা ।
তুমি চক্ষুদান করিয়ে দেখাও আমায় শুভদিন ॥
করবো আমি গুরুর ভজন তাতে বাদি হলো ছয়জন ।
দশে ছয়ে ষোলোজন করলো পরাধীন ॥
ভক্তি নইলে কি মন গুরুচরণ হয় শরণ ।
ভেবে কয় অধীন লালন কেমনে শুধিবো গুরুঋণ ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৮২