গীতিকার: লালন ফকির
শিরোনাম: উব্দ মানুষ জগতের মূলগোড়া হয়
উব্দ মানুষ জগতের মূলগোড়া হয় ।
করণ তার বেদছাড়া ধরা সহজ নয় ।।
ডানে বেদ বামে কোরাণ মাঝখানে ফকীরের বয়ান ।
যার হবে সেই দিব্যজ্ঞান সেহি দেখতে পায় ।।
জাহের নাই বেদকোরাণে আছে সে অজুদ ভজনে ।
ঐক্য হলে মনেপ্রাণে নাম যার নবী কয় ।।
ইরফানি কোরাণ খুজে দেখতে পাবে তনের মাঝে ।
ছয় লতিফা কীরুপ সাজে জিকিরে উঠছে সদাই ।।
নফির জোরে পাবি দেখা বেদে নাই যার চিহ্নরেখা ।
সিরাজ সাঁই কয় লালন বোকা এসব ধোকাতে হারায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা