গীতিকার: লালন ফকির
শিরোনাম: উদয় কলিকালরে ভাই আমি বলি তাই
উদয় কলিকালরে ভাই আমি বলি তাই ।
হাগড়া বিধে ন্যাকড়া ছিড়ে লোক বুঝি হাসিয়ে যায় ।।
কারো কথা কেউ শোনেনা শঠে শঠে সকল কারখানা ।
ছিটেফোটা তন্ত্রমন্ত্র কলির ধর্মে দেখতে পাই ।।
কলিতে অমানুষের জোর ভালো মানুষ বানায় চোর ।
সমঝে ভবে না চলিলে বম্বেটের হাতে পড়বে ভাই ।।
মা মরা বাপ বদলানো স্বভাব কলির যুগে দেখি এ ভাব ।
লালন বলে কলিকালে ধর্ম রাখার কি উপায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৩৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা