গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভাবের উদয় যেদিন হবে
ভাবের উদয় যেদিন হবে ।
সেদিন হৃৎকমলে রুপ ঝলক দেবে ॥
ভাবশূণ্য হইলে হৃদয় বেদ পড়িলে কী ফল হয় ।
ভাবের ভাবী থাকলে সদাই গুপ্তব্যাক্ত সব জানা যাবে ॥
দ্বিদলে সহস্রদল একরুপে করেছে আলো ।
সেইরুপে যে নয়ন দিলো মহাকাল শমনে কী করিবে ॥
অদৃশ্য সাধন করা যেমন আঁধার ঘরে সর্প ধরা ।
লালন কয় সে ভাবুক যারা জ্ঞানের বাতি জ্বেলে সে চরণ পাবে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫২১